আপনার জিজ্ঞাসা
মানুষের মৃত্যুর পরের জীবন নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪২তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন, মানুষের মৃত্যুর পরের জীবন নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : মানুষের মৃত্যুর পরের জীবন নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে এটি একটি দীর্ঘ আলোচনার বিষয়। মৃত্যুর পরবর্তী জীবনকে আল্লাহ বলেছেন, বারজাখ। এই হায়াতে মানুষ দীর্ঘ সময় পার করবে। তাই এটি আমাদের জন্য বারজাখি জীবন। এটির সময় সীমা হচ্ছে মরার পর থেকে ইসরাফিল (আ.) শিঙ্গায় ফুঁ দেওয়ার আগ পর্যন্ত। এই জীবনে ঈমানদের এক রকম অবস্থা হবে আবার যারা গুনাহ করেছেন, কাফির তাদের আরেক রকম জীবন হবে। আবার আল্লাহ তার কিছু বিশেষ বান্দাদের অতিরিক্ত মর্যাদা দেবেন। এই বিশেষ বান্দারা হলেন শহীদগন। মানে যারা আল্লাহর রাস্তায় জীবন দান করেন তাদের ব্যাপারে বলা হয়েছে। যারা আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেছেন মৃত নয়, তারা শহীদ। এ ছাড়া এই বিষয়টি অনেক দীর্ঘ আলোচনা করার ব্যাপার। তবে এই কথা বলা যায় যে, দুনিয়ার জীবনে মানুষ যেভাবে জীবন-যাপন করেন বারজাখে তা হবে না। দুটি সম্পূর্ণ আলাদা। আবার এটি আখিরাতের জীবন থেকেও আলাদা। তিনটির মধ্য কোনো মিল থাকবে না।