আপনার জিজ্ঞাসা
বিড়ি খাওয়ার পর মসজিদে যাওয়া কি ঠিক হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯০তম পর্বে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন, বিড়ি খাওয়ার পর মসজিদে যাওয়া কি ঠিক হবে? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : বিড়ি খাওয়ার পর মসজিদে যাওয়া কি ঠিক হবে? বিড়ি খেয়ে যদি আতর দিয়ে গন্ধ পরিস্কার করে নিলাম তাহলে কি হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। বিড়ি খাওয়ার পর তিনি মসজিদে আসবেন না। বিড়ি খাওয়ার পর যতক্ষণ পর্যন্ত তিনি মেসওয়াক করে পুরোপুরি গন্ধমুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তিনি আসবেন না। যদি ফরজ সালাতের সময় হয়ে যায় তখ্ন তিনি দ্রুত দাঁত ব্রাশ করে ফরজ সালাত আদায় করার চেষ্টা করবেন। নয়তো তিনি সালাত আদায় না করার কারণে কুফরি কাজে লিপ্ত হওয়ার গুনাহ হবেন। একদিকে বিড়ি খাওয়ার কাজ অন্যদিকে নামাজ না পড়া দুটি গুনাহই তার হবে। এই কথাটি পরিস্কার।