আপনার জিজ্ঞাসা
শুধু জুমার সালাত আদায়কারীদের কী হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৯তম পর্বে যারা শুধু জুমার নামাজ পড়ে, তাদের ব্যাপারে ইসলাম কী বলে, সে বিষয়ে গাজীপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আমীনুল ইসলাম। অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : যারা শুধু জুমাবারে জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না, তাদের কী হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। যারা শুধু জুমার সালাত আদায় করে থাকেন কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না, তাদের এই সালাত লোক দেখানো সালাত। এর মাধ্যমে তাঁরা সালাতের যে দাবি রয়েছে সেটাও পূরণ করেননি আর ইমানের যে দাবি রয়েছে সেটাও পূরণ করেননি। রাসুল (সা.) বলেছেন, যে তিন ওয়াক্ত সালাত আদায় করে থাকে সে মুনাফিক। যে ব্যক্তি প্রতিদিন সালাত আদায় করে না শুধু একদিন সালাত আদায় করে সে তাহলে কত বড় মুনাফিক।
সুতরাং যে ব্যক্তি শুধু এক দিন সালাত আদায় করে থাকেন, তাঁর এই সালাত মুনাফিকের সালাত। আমাদের এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।