আপনার জিজ্ঞাসা
সূর্য ওঠার ১৫ মিনিট পর উঠলে ফজরের সুন্নাত ও ফরজ দুটোই কি পড়ব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১০১তম পর্বে তন্ময় জানতে চেয়েছেন, সূর্য ওঠার ১৫ মিনিট পর উঠলে ফজরের সুন্নাত ও ফরজ দুটোই কি পড়ব?
অনুলিখন করেছেন মোহাম্মদ রেখা আক্তার।
প্রশ্ন : সূর্য ওঠার ১৫ মিনিট পর উঠলে ফজরের সুন্নাত ও ফরজ দুটোই কি পড়ব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, সূর্য ওঠার ১৫ মিনিট পর ফজর নামাজ পড়লে আপনি সুন্নাত ও ফরজ দুটোই আদায় করবেন। ফজর নামাজের সুন্নাত ও ফরজ দুটোই গুরুত্বপূর্ণ। হাদিসে এই সুন্নাতের মর্যাদা নিয়ে বলা হয়েছে, ফজরের এই সুন্নাতের মর্যাদা দুনিয়ার সকল মূল্যবান বস্তুর চেয়েও মূল্যবান। যেহেতু এত মর্যাদা এই দুরাকাত নামাজের তাই অবশ্যই পড়বেন। রাসুল (সা.) ফজর নামাজের সুন্নাত ও ফরজ দুটোই পড়ার নির্দেশনা দিয়েছেন।