আপনার জিজ্ঞাসা
মোবাইলের মাধ্যমে কি জানাজায় অংশ নেওয়া জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪১তম পর্বে টেলিফোনের মাধ্যমে শাহাদাত হোসেন জানতে চেয়েছেন, মোবাইলের মাধ্যমে কি জানাজায় অংশ নেওয়া জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মোবাইলের মাধ্যমে কি জানাজায় অংশ নেওয়া জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। ইবাদত যেগুলো সেগুলার মধ্যে মোবাইল কিংবা লাইভ অথবা মনিটরের মাধ্যমে হোক এসব ইসলামে অনুমোদন নেই। জানাজায় অংশ নেওয়া একটি ইবাদত। এটি মানুষের উপস্থিত থেকে ইবাদত করতে হয়। কেউ যদি লাইভের মাধ্যমে অংশ নেন তাদের টা হবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডিভাইস কেন্দ্রিক হলে হয় না সবকিছুতে। এইগুলো উপলব্ধির ব্যাপার।