আপনার জিজ্ঞাসা
বই বা কোরআন খোলা রাখলে শয়তান পড়ে—কথাটি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৭তম পর্বে নাহিদ জানতে চেয়েছেন, বই বা কোরআন খোলা রাখলে শয়তান পড়ে—কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : বই বা কোরআন খোলা রাখলে শয়তান পড়ে—কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বই কিংবা পবিত্র কোরআন মাজিদ খোলা রাখলে শয়তান পড়বে বা গুনাহ কিনা আপনি জানতে চেয়েছেন। শয়তান বই কিংবা কোরআন খুলে পড়বে বা জ্ঞানী হবে এই ধারণা করাটাই একটা অযৌক্তিক ব্যাপার। এটি ভুল ধারনা। কিংবা গুনাহ হবে এই রকমের কোনো কথাও আসেনি। হাদিসের কোথাও এমন বক্তব্য আসেনি। প্রতিটি জিনিসের আদব আছে। আপনি একটি জিনিস তেলওয়াতের জন্য খুলেছেন সেটা পড়া শেষে বন্ধ করে রাখবেন এটা তো আদবের ব্যাপার। এসবের আদবের ব্যাপার। গুনাহ হবে এটা বলতে হলে প্রমাণ লাগবে। ইসলাম প্রমাণ ছাড়া কিছু করে না। তবে এসব আদবের বিষয় এটা মনে রাখতে হবে।