সালাতে মনোযোগী হওয়ার জন্য কী করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৯তম পর্বে একজন জানতে চেয়েছেন, নামাজে মনোযোগী হওয়ার জন্য কী করব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : নামাজে অমনোযোগী হলে কি নামাজ হবে? নামাজে মনোযোগী হওয়ার জন্য কী করব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নামাজে অমনোযোগী হওয়ার দুটি অর্থ বা দুটি ধরন। প্রথমত, নামাজে এমন অমনযোগী যে, আপনি যে নামাজে আছেন সেটাই জানেন না। মানে একদম মন নেই। আপনি হয়ত অন্য কিছুর চিন্তায় মগ্ন হয়ে সালাত থেকে পরিপূর্ণ রূপে বেরিয়ে গেছেন। এমন হলে এই ব্যক্তির সালাত লোক দেখানোর সালাত। এই সালাতের কোনো মূল্য নেই। এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ‘যারা তাদের সালাতে একেবারে অমনোযোগী তার সালাতের পরিপূর্ণ অংশই নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, সালাত চলাকালীন মাঝেমধ্যে আপনার মন বিভ্রম হচ্ছে। আবার সালাতে ফিরছেন। কিন্তু মাঝেমাঝে মনভোলা হচ্ছেন। এমন হলে তিনি সালাতের সওয়াব থেকে মাহরুম হবেন না। এটা অনেকেরই হয়ে থাকে। তাই এমন হলে ফজিলত পাবেন। তবে, কেন মনোযোগ হারাচ্ছেন সেটা খুঁজে বের করতে হবে। ওয়াসওয়াসা দূর করতে হবে। সালাতের তাহারাতের ব্যাপারে সাবধান হতে হবে। পরিপূর্ণ পবিত্র হতে হবে। সালাতে উপস্থিত হওয়ার ক্ষেত্রেও যদি আপনি কোনো রকমের হতাশা বা অস্থিরতাও থাকে তাহলেও সমস্যা হয়। তাই এসব থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সালাতে যো কোনো দোয়া পড়ার সময় অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলেও মনোযোগ ফিরবে।