আপনার জিজ্ঞাসা
নামাজ ও তেলওয়াতের সিজদার ফজিলত কেমন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, নামাজ ও তেলওয়াতের সিজদার ফজিলত কেমন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজের সিজদার ফজিলত কেমন? সেই সঙ্গে তেলওয়াতের সিজদার ফজিলত বলবেন কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নামাজের সিজদার ফজিলত এবং তেলওয়াতের সিজদার ফজিলতের মধ্যে আলাদা কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। নামাজের সিজদা যেমন আল্লাহর জন্য তেমনি তেলওয়াতের সিজদাও আল্লাহর জন্য। প্রতিটি সিজদাই আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য সিজদা হলে অবশ্যই এর গুরুত্ব অনেক বেশি হবে। রাসুল (সা.) হাদিসে বলেছেন, আল্লাহর জন্য একটি সিজদা দেওয়া দুনিয়ায় যা কিছু তারচেয়েও অনেক বেশি মূল্যবান। তাই সব সিজদাই অনেক গুরুত্বপূর্ণ। সেটা হোক নামাজের সিদজা সেটা হোক তেলওয়াতের সিজদা হোক। দুটিই আল্লাহর জন্য, দুটিই মহা গুরুত্বপূর্ণ