আপনার জিজ্ঞাসা
আকিদার কোন বিষয়গুলো বিয়েতে দেখা উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে কদমতলী ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন,আকিদার কোন বিষয়গুলো বিয়েতে দেখা উচিত?অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আকিদার কোন বিষয়গুলো বিয়েতে দেখা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আকিদার মৌলিক বিষয়গুলো বলতে বলা হয়েছে ঈমান নিয়ে। ঈমানের ছয়টি দিক দেখা দেয়। যেমন—আল্লাহর প্রতি বিশ্বাস, রাসুল (সা.)-এর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান এবং তাকদিরের প্রতি ঈমান। এগুলোতে যদি কেউ অবিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি কাফের। তাই, বিয়ে করার ক্ষেত্রে এ বিষয়গুলো দেখবেন। আরেকটি ব্যাপার হলো, সে সুন্নাহ মতো চলে কি না, সেটাও দেখতে হবে। যারা সুন্নাহ মানে না, বেদআত কাজ করে, তাদের সঙ্গেও বৈবাহিক সম্পর্ক গড়া ঠিক নয়।