আপনার জিজ্ঞাসা
তারাবির সালাত ৮ রাকাত পড়লে কি হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, তারাবির সালাত ৮ রাকাত পড়লে কি হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তারাবির সালাত ৮ রাকাত পড়লে কি হবে?
উত্তর : তারাবির নামাজ আট রাকাত পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। যেহেতু আট রাকাতের বিষয়েও সালাফরা মত দিয়েছেন। তাই আট রাকাত পড়লেও হয়ে যাবে। আট রাকাতকে সালাফরা উল্লেখ করেছেন। রাসুল (সা.) নিজের জন্য রাতের নামাজ আট রাকাতকে গ্রহণ করেছেন। তাই সেটি পড়লেও হবে। কিন্তু এখানে কথা আছে। আপনি আট রাকাত যে আট মিনিটে পড়ে ফেলবেন তা কিন্তু নয়। আট রাকাত ধীরেসুস্থে পড়বেন। রাতের নামাজের বৈশিষ্টই হলো ধীরেসুস্থে পড়বেন। অনেক দীর্ঘ সময় নিয়ে পড়বেন। রাসুল (সা.) এর আট রাকাত আমাদের ২০ রাকাতের চেয়েও অনেক দীর্ঘ। তাই রাতের নামাজ অবশ্যই সময় নিয়ে পড়তে হবে।