আপনার জিজ্ঞাসা
১২ বছর আজান দিলে কি জান্নাত ওয়াজিব হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৩১৮৪তম পর্বে একজন জানতে চেয়েছেন, ১২ বছর আজান দিলে কি জান্নাত ওয়াজিব হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : ১২ বছর আজান দিলে কি জান্নাত ওয়াজিব হয়? বাসায় আজান দিয়ে বাসায় নামাজ পড়লেও কি এই সুফল পাব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি বিশাল আলোচনার বিষয়। তবুও বলছি। প্রথমত যে হাদিসটি আপনি বলেছেন—সেটি শুদ্ধ নয়। এই হাদিসটি অত্যান্ত দুর্বল হাদিস। দ্বিতীয়ত, এই হাদিসটি যদি শুদ্ধও হয় তাহলে অবশ্যই মসজিদে দিতে হবে। মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং আজান দিতে হবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, এটি কি আদৌ কারো পক্ষে সম্ভব? কীভাবে একজন ব্যক্তি পুরো ১২ বছর একটানা আজান দেবে? কারণ সে তো অসুস্থও হতে পারে। বা যে কোনো কিছু। তাই বলব এই হাদিসটি পুরো সত্য নয়।