রম্য
‘ঈদ’ কেন ‘ইদ’ হয়ে গেল?
'ঈদ' কেন 'ইদ' হয়ে গেল ? কোটি টাকার এই প্রশ্নের উত্তর সবাই ইতিমধ্যে জেনে গেছেন। তবে জানার কোনো শেষ নেই। আর তাই হাস্যরস আপনার জানার পরিধি বাড়িয়ে দিতে কিছু কাল্পনিক কারণ বের করেছে। আসুন দেখে নিই।
১. 'ঈ' সেলিব্রিটি শব্দ।ইদ আসলেই টেলিভিশন কিংবা প্রিন্ট মিডিয়াসহ সব মাধ্যমে 'ঈ' অর্থাৎ 'দ' এর আগে 'ঈ" বর্ণ যুক্ত করে 'ঈদ' নিয়ে সবাই মাতামাতি করে।এতে বেচারা 'ই' ইমেজ সংকটে পড়ে।হয়তো বা সেজন্য ষড়যন্ত্র করে 'ঈদ' থেকে 'ঈ' সরিয়ে 'ইদ' করে ফেলছে।
২. ইদানীং দেশে ব্রেকআপের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে।বলা তো যায় না 'দ' এর সঙ্গে 'ঈ' -এর বনিবনা না হওয়ায় তাঁদের মধ্যে ব্রেক আপ হয়ে গেছে। আর সেই সুযোগে 'দ' কে ইমোশনাল ব্লাক মেইল করে 'ই' পটিয়ে ফেলছে। যার ফলে হয়তো তাঁরা দুজন মিলেমিশে 'ইদ' হয়ে সুখের সংসার করছে।
৩. 'দ' 'ঈ'-এর কাছে ইদের গিফট চাইছিল।কিন্তু 'ঈ' বেতনের অজুহাত দেখিয়ে দেয়নি গিফট । হয়তো বা সেজন্য 'ঈ' এবং 'দ' এর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। ফলাফল 'দ' অভিমান করে তাঁর কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড 'ই' কে বিয়ে করে 'ইদ' হয়ে গেছে।