অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুমিনুল-মুশফিকরা
হাতে সময় বাকি নেই খুব একটা। আগামী ১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুমিনুল-মুশফিকরা।
দলের অনুশীলন ভালোই হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ক্রাইস্টার্চে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক ভিডিও বার্তায় প্রিন্স বলেন, ‘অনুশীলনের জন্য অল্প কয়েকদিন সময় পাওয়া গেছে। বোলাররা নিজেদের ছন্দে ফিরছেন, ব্যাটাররা অনুশীলন করছেন। ভালো কিছু সেশন পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কিছু বোলার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন (নেট বোলার)। তারা ব্যাটারদের সঙ্গে কাজ করেছেন।’
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আরও বলেন, ‘আমি অবশ্যই বলতে পারি, আমাদের ব্যাটাররা ভালো করছে। নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগ করছে, ইউনিভার্সিটির অনুশীলনের উইকেট বেশ ভালো। ধারাবাহিকভাবে বাউন্স হচ্ছে, ব্যাটাররা স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার মনে হয়, সবকিছুই ভালো হচ্ছে।’