অভিষেক ম্যাচে আশা জাগিয়ে হারল বাংলাদেশের মেয়েরা
দাপুটে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে অল্পতেই থামিয়ে দেন বাংলাদেশের বোলাররা। ব্যাট হাতে সম্ভাবনা জাগান ব্যাটাররাও। কিন্তু, আশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ নারী দল। আয়াবঙ্গা খাকার বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল নিগার সুলতানার দল।
আজ শনিবার নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
বল হাতে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ফারিহা। ২৮ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন জাহানারা আলম। রিতু মনি নিয়েছেন সমান দুটি। আর একটি করে শিকার সালমা ও রুমানার।
প্রোটিয়াদের ২০৮ রানের জবাব দিতে নেমে ভালো কিছুর আভাস দিয়েও শেষ পর্যন্ত ১৭৫ রানে থামে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন শারমিন সুলতানা। ২৯ রান করেন অধিনায়ক নিগার। সমান ২৭ রান করে করেন শামীমা ও রিতু মনি।
অবশ্য অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু, ১৬৬ রানে রিতু আউট হলে ভাঙে স্বপ্ন। আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা তিন মেডেনসহ ৩২ রান দিয়ে চারটি উইকেট নেন। এক মেডেনসহ ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন মাসাবত ক্লাস।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৪৯.৫ ওভারে ২০৭ (উলভার্ট ৪১, ব্রিটস ৮, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, চেট্টি ১, ইসমাইল ৩, ক্লাস ৪*, খাকা ২; জাহানারা ৯-১-২৮-২, ফারিহা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, রিতু মনি ৯.৫-১-৩৬-২, নাহিদা ৫-০-২৭-০, রুমানা ৭-০-২৯-১)।
বাংলাদেশ : ৪৯.৩ ওভারে ১৭৫ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, রিতু ২৭, জাহানারা ৫*, নাহিদা ০, ফারিহা ০; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২, লিস ২-০-১২-০, ট্রায়ন ৮-১-২২-০)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আয়াবঙ্গা খাকা।