অল্প রানে গুটিয়ে গেল সিলেটের ইনিংস
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট সানরাইজার্স খুব একটা সুবিধা করতে পারেনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে শুরুতেই যে বিপর্যয়ের কবলে পড়ে শেষ পর্যন্ত তা আর কাটিয়ে উঠতে পারেনি। সিলেট মাত্র ৯৬ রানে ইনিংস গুটিয়ে নেয়।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেটের কোনো ব্যাটসম্যানই খুব একটা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ সংগ্রহ কলিন ইনগ্রামের। ২১ বলে ২০ রান করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ায়।
নাহিদুল ইসলাম ২০ রান খরচায় দুই উইকেট নেন। সমান উইকেট পান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তানভীর, শহীদুল ও মুমিনুল একটি করে উইকেট নেন।
এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা। ইমরুল কায়েসের নেতৃত্বে এই দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসসহ একঝাঁক তারকা। দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন ও পরামর্শক হিসেবে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস।
সিলেট অপেক্ষাকৃত দুর্বল দল। দলটির কোচ মারভিন ডিলন শুক্রবার সেই আশার কথা ছিল। তিনি এখনো যোগ দেননি দলের সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সানরাইজার্স : ৯৬/১০ (১৯.১ ওভার) ইনগ্রাম ২০, বোপারা ১৭, গাজী ১২; মুস্তাফিজ ১৫/২, শহিদুল ১৫/১, নাহিদুল ২০/২, তানভীর ১০/১)।