আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব, লিটন কি খেলবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই খবর এখন কম-বেশি সবারই জানা। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার কথা ছিল তার। একই দলের হয়ে খেলার কথা রয়েছে ব্যাটার লিটন দাসেরও। কিন্তু সাকিব সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠেছে লিটন খেলবেন কি?
গতকাল সোমবার (৩ এপ্রিল) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েসবাইট ইএপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত প্রতিটি খেলোয়াড়কে দলে ভেড়ায় পুরো মৌসুমের জন্য। যেহেতু বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে, তাই লিটন ও সাকিবকে পুরো আসরের জন্য পাবে না কলকাতা। এজন্য কেকেআরের টিম ম্যানেজমেন্ট এ দুজনের পরিবর্তে নতুন বিদেশি খেলোয়াড় নিতে চায়। আর এই বিষয়টি সাকিব ও লিটনকে জানিয়েছে কলকাতা।
কলকাতার এই প্রস্তাবে সাড়া দিয়েছেন সাকিব, নিয়েছেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। সাকিবের সামনে সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধু জাতীয় দলের ব্যস্ততার বাইরের সময়টুকু নিজেকে আইপিএলে রাখা। আর তা মানতে বাধ্যও ছিল কলকাতা। কারণ আইপিএলের নিয়ম তেমনটাই বলে। তবে কেকেআরের সঙ্গে সুসম্পর্কের কারণেই সাকিব তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, সাকিব সরে দাঁড়ানোয় প্রশ্ন ওঠেছে আরেক ক্রিকেটার লিটন কি খেলবেন? কারণ তাকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে। লিটন অবশ্য একই পথে হাঁটেননি। জাতীয় দলের খেলার বাইরের সময়টুকুতে আইপিএল খেলতে চান এই ডানহাতি ব্যাটার। কারণ এটা তার প্রথম আইপিএল। আর এমন সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি।