আইরিশদের হ্যাটট্রিকের দিনে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ
আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোই খেলছিল নিউজিল্যান্ড। ১৯ তম ওভারে বল করতে আসেন আইরিশ পেসার জশ লিটল। এসেই তুলে নিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্থিক মেইয়াপ্পন।
আজ শুক্রবার অ্যাডিলেডে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটে নেমে ভালো শুরু করেন ফিন অ্যালেন। ৫.৫ ওভারে দলীয় ৫২ রানে অ্যালেন (৩২) আউট হলে রানের গতি কমে আসে। ১১.২ ওভারে ৩৩ বলে মাত্র ২৮ রান করা ডেভন কনওয়ে আউট হলে উইকেটে আসেন গ্লেন ফিলিপস। ফিলিপস টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ৯ বলে ১৭ রান করে দলীয় ১১৪ রানে আউট হন।
পরে অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ডার্লি মিশেলের জুটিতে বড় সংগ্রহ গড়ে কিউইরা। তাঁদের ৬০ রানের জুটিতে ভর করে নিউজিল্যান্ড করে ৬ উইকেটে ১৮৫ রান। তবে ১৯ তম ওভারে এসে দারুণ মুহূর্ত উপহার দেন আইরিশ পেসার জশ লিটল।
১৮.২ ওভারে রানে থাকা কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনকে (৬১) আউট করেন জশ। জশের বলে উইলিয়ামসন স্কয়ার লেগে গ্যারেথ ডেলায়নির হাতে ক্যাচ দেন। ব্যাটে নামেন জিমি নিশাম। নিশামকে লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) ফাঁদে ফেলেন জশ। পরে ব্যাটে আসা মিচেল স্যান্টনারকেও এলবিডব্লিউ করেন জশ। নিউজিল্যান্ডের দিনে পেয়ে যান হ্যাটট্রিকের আনন্দ। হ্যাটট্রিকের ওভারে বাহাতি এই পেসার দেন মাত্র ৩ রান। তিনি ৪ ওভার বল করে সর্বমোট দিয়েছেন ২২ রান।
শেষদিকে এসে গ্রুপ ‘এ’ এর শীর্ষ দলকে এভাবে নাকানিচুবানি খাইয়ে হ্যাটট্রিকের স্বাদ জশ লিটলকে দিতে পারে বড় অনুপ্রেরণা। আজ জশের এই মাইলফলকের কারণে শেষের ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। নাহলে ১৮৫ রানের ইনিংস আরও বড় হতে পারত। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন কেইন উইলিয়ামসন।
জবাবে ব্যাটে নেমে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।