আজ ঢাকায় আসছেন রোহিত-কোহলিরা
বিশ্বকাপ ফুটবলের মধ্যেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে প্রতিবেশি দেশ ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। চলতি মাসের শুরুতে মাঠে গড়াবে দুদলের লড়াই। মূল সিরিজকে সামনে
রেখে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল।
শুরুতেই যেহেতু ওয়ানডে সিরিজ, তাই এই সংস্করণের ক্রিকেটাররাই আসছেন আগে। তবে সবাই একসঙ্গে নয়। কেউ আসছেন নিউজিল্যান্ড সফর করে, কেউ আসছেন ভারত থেকে। এর মধ্যে শিখর ধাওয়ান, শ্রেয়াস
আয়ার, ওয়াশিংটন সুন্দর, রিষভ পান্ত, শার্দূল ঠাকুর ও দীপক চাহাররা আসছেন নিউজিল্যান্ড থেকে সরাসরি। আর অধিনায়ক
রোহিত ও বিরাট কোহলিসহ বাকিদের মুম্বাই থেকে রওনা হয়ে আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় পা রাখে আগামীকাল শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে ভারতীয় দল। বাংলাদেশ দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। কাল থেকে শুরু হবে এক সঙ্গে অনুশীলন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৭ ডিসেম্বর। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে।
এরপর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুর হবে ২২ ডিসেম্বর থেকে, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
২০১৫ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। এবারের সফরের ওয়ানডেগুলো আইসিসি সুপার লিগের তালিকাভুক্ত না হলেও টেস্ট দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় উভয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।