আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পোলার্ড
ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পোলার্ড ১২৩টি একদিনের আন্তর্জাতিক এবং ১০১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করেছেন এবং ৫৫ উইকেট নিয়েছেন।
তিনি উভয় ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন পোলার্ড। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে জেসন হোল্ডারের কাছ থেকে সীমিত ওভারের দলের অধিনায়কের দায়িত্ব নেন। এছাড়াও ২০১৩ সালে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য অধিনায়কের দায়িত্বে ছিলেন।
পোলার্ড তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে অবসরের ঘোষণা দিয়ে বলেন, ‘হ্যালো সবাই, আমি অনেক ভেবে-চিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার যখন ১০ বছর বয়স ছিল, তখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আমি ১৫ বছরের বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে দারুণ সময় কেটেছ আমার।’