আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। আজ শনিবার থেকে শুরু হয়েছে শেষ চারের লড়াই। যেখানে চারটি দল লিগপদ্ধতিতে অপরের বিপক্ষে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
সুপার ফোরের প্রথম ম্যাচেই আজ মুখোমুখি হয়েছে গ্রুপ ‘বি’ থেকে উঠে আসা আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াইটাও শুরু হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে। সেই ম্যাচে আফগানদের সামনে রীতিমতো উড়ে গেছে শ্রীলঙ্কা। ওই ম্যাচে ব্যাটে-বলে দুই বিভাগেই দাপট দেখিয়েছিল আফগানিস্তান।
এবার সেই ক্ষততে প্রলেপ দেওয়ার পালা শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ানো লঙ্কানরা এবার আফগানদের বিপক্ষে প্রতিশোধ নিতে পারে কি না সেটাই দেখার।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভান্দারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজল হক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদী, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।