উইকেট পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজ
আইপিএলে এবারই প্রথম রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। নতুন দলে নিজের অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তবুও দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজে আস্থা রেখেছিল রাজস্থান। সেই আস্থার প্রতিদান দিয়েছেন কাটার মাস্টার। নিজের দ্বিতীয় ম্যাচে দুই উইকেট পেয়েছেন তিনি। উইকেট নিতে পেরে উচ্ছ্বসিত বাঁহাতি এই পেসার।
গত সোমবার রাজস্থানের হয়ে নিজের অভিষেক ম্যাচটি হতাশায় কেটেছে মুস্তাফিজের। ওইদিন ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে কাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দারুণ বোলিং করে দলের আস্থা রেখেছেন মুস্তাফিজ। এদিন চার ওভার বল করে দুই উইকেট নেন কাটার-মাস্টার। খরচ করেছেন ২৯ রান।
প্রথম ওভারে মাত্র ১ রান খরচায় এক উইকেট পান মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরবর্তী দুই ওভারে ২০ রান খরচায় পান এক উইকেট।
ম্যাচটিতে মুস্তাফিজের দল রাজস্থানও জয় পেয়েছে তিন উইকেটে। আসরে এটিই তাদের প্রথম জয়। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ক্রিস মরিস।
ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে মুস্তাফিজ লিখেছেন, ‘মৌসুমে আমাদের প্রথম জয় ও নিজের প্রথম উইকেটে আমি খুশি। দুর্দান্ত হিটিং, ক্রিস মরিস।’