উড়ন্ত আফগানদের মাঝপথে থামিয়েছে শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছিল আফগানিস্তান। বড় স্কোরের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ নবীর দল।
আজ মঙ্গলবার ব্রিসবেনের গ্যাবায় নিজেদের ভাগ্য নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানরা। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তোলে আফগানরা। মনে হচ্ছিল স্কোর বেশ বড় হবে। তবে সে সুযোগ দেয়নি লঙ্কান বোলাররা। ৬.১ ওভারে রহমানুল্লাহ গুরবাজকে ২৮(২৪) আউট করেন লাহিরু কুমারা।
এর পরে আফগানিস্তানকে চেপে ধরে লঙ্কান বোলাররা। দলীয় ৬৮ রানে উসমান গনিকে ২৭(২৭) আউট করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানদের বড় সংগ্রহের বার্তা তখন ধীরে ধীরে নিচে নামতে থাকে।
শেষ পর্যন্ত নবীরা ১৪৪ রান সংগ্রহ করতে পারেন। শ্রীলঙ্কার পক্ষে সবোর্চ্চ ৩ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ১৩ রান।
১৪৫ রানের জবাবে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার পাতুম নিশানকাকে ১০(১০) ফেরত পাঠিয়েছেন মুজিব উর রহমান।
১৪৪ রানের পুঁজি থাকলেও লঙ্কান ব্যাটারদের লড়াই করতে হতে পারে আফগানিস্তানের বোলারদের বিপক্ষে। সেই বার্তাই দিচ্ছে আফগানিস্তানের বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৪/৮ (গুরবাজ ২৮, গনি ২৭, ইব্রাহিম ২২, গুলবাদিন ১২, নজিবুল্লাহ ১৮, নবী ১৩, রশিদ খান ৯; হাসারাঙ্গা ১৩/৩, লাহিরু কুমারা ৩০/২)।
জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ৯২ বলে ১২৩ রান।