একাদশে ফের ইয়াসির, বাদ মেহেদী মিরাজ
জিম্বাবুয়ের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাদশে জায়গা খোয়ানো ইয়াসির আলি রাব্বি, তাকে জায়গা দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
আগের ম্যাচে যে কারণে তাকে দলে নেওয়া হয়েছিল, মিরাজ সে প্রত্যাশাটা পূরণ করতে পারেননি একটুও। বাংলাদেশের তৃতীয় ম্যাচের আগে তাই আলোচনা ছিল তার জায়গাটা নিয়ে।
ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে ইয়াসিরকে। কোচ জেমি সিডন্স উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে তাকেও সময় দিয়েছেন নিবিড়ভাবে। যা কাছ থেকে দাঁড়িয়ে দেখেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও ম্যানেজার খালেদ মাহমুদ। ফলে ইয়াসিরের দলে ঢোকার বিষয়ে গুঞ্জনটা চলছিল কাল।
আজ টসে সে গুঞ্জনই সত্যতা পেল। তিনিই ঢুকলেন মেহেদী হাসান মিরাজের জায়গায়। ওদিকে জিম্বাবুয়ের একাদশেও আছে একটি পরিবর্তন। টেন্ডাই চাতারা ঢুকেছেন লুক জংওয়ের বদলে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ : রেজিস চাকাবভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, ব্র্যাড ইভান্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।