এবার কোহলি-গম্ভীরকে নিষিদ্ধ করার দাবি
আইপিএলে কোহলি-গম্ভীর ইস্যুতে যেন আলোচনা থামছেই না। প্রকাশ্যে তাদের এমন বাকবিতন্ডায় জড়ানো মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ভক্ত-সমর্থকরাও। কড়া সমালোচনার পাশাপাশি কেউ কেউ তাদের আরও পরিনত হওয়ার পরামর্শ দিয়েছেন। আইপিএলের মঞ্চে এমন কাণ্ড ঘটানোয় এবার কোহলি-গম্ভীরকে নিষিদ্ধের দাবি তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বিরেন্দর শেবাগ।
বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর বিতর্কে উত্তাল নেটদুনিয়া। কেউ কোহলির পক্ষে আবার কেউ গম্ভীরের পক্ষে কথা বলছেন। কেউ কেউ কোহলি-গম্ভীরকে নির্বাসনের অনুরোধ জানিয়েছেন।
চলমান এই বিতর্কের মাঝেই গতকাল বুধবার (৩ মে) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি-গম্ভীরকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন শেবাগ।
শেবাগ বলেন, ‘যদি বিসিসিআই যদি তাদের কাউকে নিষিদ্ধ করে, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। এর আগেও অতীতে এমন ঘটনা ঘটেছে। তাই এখন এর লাগাম টানা দরকার। আপনি যখন মাঠে থাকেন, তখন এই ধরনের ঘটনা অশোভনীয় দেখায়। আমার নিজের সন্তানরা মৌখিক অঙ্গভঙ্গি দেখে বলতে পাবে যে কি কথা হয়েছে’।
তিনি আরও যোগ করেন, ‘আমার খুবই খারাপ লেগেছে। কারণ কোহলি-গম্ভীর লাখো লাখে মানুষের অনুপ্রেরণা। বিশেষকরে, তরুণরা এই ধরনের ঘটনা থেকে কি শিখবে। তাদের কাছে তো ভালো কোনো বার্তা যাচ্ছে না। এটা কোনো ভাবেই কাম্য নয়। আমি সবসময় বলেছি, এরা দেশের অন্যতম তারকা। তাদের অনুসরণ করবে সবাই। আমার আইডল যদি এমন করত, তাহলে আমিও হয়তো তাকে অনুসরণ করতাম। এটাই স্বাভাবিক’।
এই ঘটনায় অবশ্য ইতোমধ্যেই শাস্তি পেয়েছেন এই দুই ক্রিকেটার। কোহলিকে ম্যাচ ফির শতভাগ আর গম্ভীরকে ম্যাচ ফির অর্ধেক জরিমানা করেছে বিসিসিআই।