এবার ব্যাট হাতেও উজ্জ্বল সাকিব
এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে বুঝিয়ে দিয়েছেন, সুযোগ পেলে ভালো কিছু করার ক্ষমতা রাখেন তিনি। আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে আরো উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দেতে প্রথমে বল হাতে দুই উইকেট নিয়েছেন। পরে ব্যাট হাতে হার না মানা ৪৩ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন সাকিব।
আগের ম্যাচে বল হাতে দারুণ খেলে হয়েছেন ম্যাচ সেরা। ৭.২ ওভার বোলিং করে মাত্র আট রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ সাত উইকেটে। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে লাল-সবুজের দল।
এই ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্য, তামিম ইকবালের হাফেসঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের বল হাতের সাফল্যে এই দারুণ জয় পায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রান গড়ে। জবাবে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।