এমন শান্তকেই চায় বাংলাদেশ
দীর্ঘ অপেক্ষার অবসান হলো নাজমুল হোসেন শান্তর, সঙ্গে বাংলাদেশের দর্শকদেরও। জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে রানে ফিরলেন শান্ত। ৭১ রানের ইনিংসে সাতটি ৪ ও একটি ছক্কা মেরেছেন তিনি। রানে ফেরার পাশাপাশি শান্তর ইনিংসটি ছিল বহু সমালোচনার জবাব।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে ২৫ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বলে ৯ রান করেছিলেন শান্ত।
আজ রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ম্যাচ টেনে তোলার চেষ্টা করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। দলীয় ১২২ রানে সিকান্দার রাজার বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫০ রান।
ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হন ওপেনার সৌম্য সরকার। দলীয় ১০ রানে ব্লেসিং মুজারাবানির করা চতুর্থ বলে দারুণ এক ক্যাচ ধরেন রেজিস চাকাভা। দলীয় ৩২ রানে মুজারাবানির বলেই আউট হন লিটন দাস ১৪(১২)। ৫.৩ ওভারে শর্ট থার্ড ম্যানে টেন্ডাই চাতারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।