ওমরাহ করে দেশে ফিরলেন সাকিব
বিপিএলের মাঝপথে দুদিন বিশ্রাম পেল সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। এই সুযোগটায় বিশ্রাম না করে ওমরাহ পালন করতে উড়াল দেন সাকিব। ওমরাহ শেষে আজ সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ফরচুন বরিশালের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে আগেই। প্রথম পর্বের বাকি দুই ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতা। আর পরবর্তী ম্যাচগুলোর আগে কিছুটা বিশ্রামের সুযোগ পায় বরিশাল দল। যে সুযোগ কাজে লাগাতে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতেই ওমরাহ পালন করতে গেলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে।
ওমরাহ পালন শেষে আজ ঢাকায় পা রাখেন বরিশাল অধিনায়ক। দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরব থেকের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজেদের পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দেশে ফিরেই সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব।