ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা
ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ তিনজন। তাঁরা হলেন পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান।
আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের দল ঘোষণা করার কথা জানায় বিসিবি। অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। অফস্পিনার মেহেদী হাসান এরই মধ্যে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
তবে শরিফুল ইসলাম একেবারেই নতুন মুখ। যুব বিশ্বকাপে আলো ছড়ানোর পর সম্প্রতি বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নির্বাচকদের নজর কাড়েন।
কয়েকদিন আগে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনিও ফিরেছেন স্কোয়াডে। দলে ফিরেছেন সাকিব আল হাসানও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনার বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এ ছাড়া এই সিরিজ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে দেশসেরা অলরাউন্ডার সাকিবের।
গত ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে এসেছে সফরকারীরা। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে অতিথিরা। আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।