কোহলির সেঞ্চুরিতে ২০০ ছাড়িয়ে ভারত
এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল স্রেফ নিয়মক্ষার। এমন ম্যাচেই জ্বলে উঠলেন বিরাট কোহলি। মাত্র ৫২ বলে তুলে নিলেন চলমান এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে আফগানিস্তানের বিপক্ষে ২০০ ছাড়ানো শক্ত পুঁজি পেয়েছে ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ২১২ রান তুলেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেছেন ১২২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও ছয়টি ছক্কা দিয়ে।
১০৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা কোহলি আজই পেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসে বিশাল পুঁজি পেল ভারত।
কোহলির সঙ্গে ৬২ রানের ইনিংস উপহার দিয়েছেন লোকেশ রাহুল। ৪১ বলে তাঁর ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর দুটি ছক্কা। পন্থ করেছেন ১৬ বলে ২০ রান।
এরই মধ্যে দুই ফাইনালিস্ট পেয়ে গেছে এবারের এশিয়া কাপ। এবারের প্রতিযোগিতার ফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে সুপার ফোর থেকেই বিদায়ের ঘণ্টা বেজে গেছে ভারত ও আফগানিস্তানের। তবুও নিয়মরক্ষার ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান।
সুপার ফোরের আগের দুই ম্যাচেই হেরে গেছে ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে দুই হারে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। যেটুকু সম্ভাবনা ছিল, তা গতকাল শেষ হয়ে যায়।
একই অবস্থা আফগান শিবিরেও। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে আফগানরা। এরপর কাল হেরে যায় পাকিস্তানের কাছে। ফলে আজকের ম্যাচে ভারত ও আফগানিস্তান—দুদলেরই কিছু পাওয়ার নেই।