কোয়ারেন্টিনের পর তাসকিনদের ফিটনেস যুদ্ধ শুরু
নিউজিল্যান্ডে প্রথম সাতদিনের সেলফ কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। কোভিড-১৯ নেগেটিভ নিয়ে আজ বুধবার সফরের অষ্টম দিন থেকে গ্রুপ ভিত্তিক জিম সেশন শুরু করেছেন তামিম-মুস্তাফিজেরা।
নভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছার পর প্রথম দুদিন হোটেল রুমেই কেটেছে ক্রিকেটারদের। এমনকি একজনের সঙ্গে আরেকজনের দেখা করাও মানা ছিল।
৪৮ ঘণ্টা পর ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেওয়া হয় ক্রিকেটারদের। অর্থাৎ, দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৩ ঘণ্টাই থাকতে হয়েছে ঘরবন্দি। অবশেষে সাতদিন পর আজ থেকে গ্রুপ ভিত্তিক জিম সেশনের সুযোগ হয়েছে ক্রিকেটারদের।
দীর্ঘ সময় রুমবন্দি দশা থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের। তারই চিত্র দেখা যাচ্ছে সামাজিক যোগযোগমাধ্যমে। সতীর্থদের সঙ্গে জিম করার মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন তাঁরা।
দুই পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ নাঈমের সঙ্গে ছবি পোস্ট করে আফিফ হোসেন লিখেছেন, ‘কোয়ারেন্টিনের দীর্ঘ সময় পর ভালো সেশন। জিম টাইম।’
নাঈম লিখেছেন, ‘সাত দিনের কোয়ারেন্টিন শেষে জিমে ফেরা। সবকিছু ঠিকঠাক চলছে।’
নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে যা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই ছোট সূচির জন্য বাংলাদেশকে থাকতে হচ্ছে প্রায় দেড় মাসের মতো। নভেল করোনাভাইরাসের কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা বদল এনেছিল স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।
এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।
আসন্ন সফরে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।