ক্যারিবীয়দের কাছেও হারলেন সুজনরা
ব্যাটিং দুর্বলতা কাটিয়ে এই ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের সাবেকরা। মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু তাতেও লাভ হলো না। সাত বল হাতে রেখেই পাঁচ উইকেটে বাংলাদেশের সাবেকদের হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।
ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে গতকাল শুক্রবার রাতে নিজেদের চতুর্থ ম্যাচে হারল বাংলাদেশ লেজেন্ডস। আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ লেজেন্ডস।
এদিন আগে ব্যাট করতে নেমে প্রথমবার দেড়শ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে সংগ্রহ করে ১৬৯ রান। বাংলাদেশকে ভালো শুরু এনে দেন নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৬৪ রান। ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে নাজিমউদ্দিন ফিরলে ভাঙে শুরুর জুটি। এরপর ৩১ রান করেন আফতাম আহমেদ। ১৩ বলে ২৬ রান করেন মোহাম্মদ শরিফ।
১৭০ রানের জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান রাখেন কার্ক এডওয়ার্ডস। ২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ করেন তিনি। অধিনায়ক ব্রায়ান লারা অপরাজিত ছিলেন ৩১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ লেজেন্ডস : ২০ ওভারে ১৬৯/৭ (নাজিমউদ্দিন ৩৩, মেহরাব ৪৪, আফতাব ৩১, শরিফ ২৬, রাজ্জাক ০, মাসুদ ৫, মুশফিকুর ৩*, রফিক ০, রাজিন ৫*; বেস্ট ৪-০-৩৩-১, স্যানফোর্ড ৩-১-২৭-০, বেন ৪-০-১৭-৩, অস্টিন ৪-০-৪৩-২, রামনারাইন ৩-০-২৬-০, স্মিথ ২-০-১৬-০)।
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস : ১৮.৫ ওভারে ১৭৩/৫ (পারকিন্স ২২, জ্যাকবস ৩৪, স্মিথ ১০, এডওয়ার্ডস ৪৬, লারা ৩১*, বেস্ট ৫, নাগামুতু ১৬*; মুশফিকুর ২-০-২০-১, শরিফ ২-০-২২-০, রাজিন ৪-০-২৭-০, রাজ্জাক ৩.৫-০-৩৪-২, রফিক ৪-০-৩৮-১, মাহমুদ ৩-০-৩০-০)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৫ উইকেটে জয়ী।