ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম কাটিয়েছেন মেসি!
লিওনেল মেসি সম্ভবত ২০২১-২২ সালে তাঁর পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় কাটিয়েছেন। তিনি প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে ৩৪টি ম্যাচ খেলে মাত্র ১১ গোল করেন।
গোল ডটকমের খবরে জানা গেছে, আর্জেন্টাইন তারকা ২০২১ সালের গ্রীষ্মে তাঁর ছোটবেলার ক্লাব এফসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন। কাতালান জায়ান্টদের সঙ্গে ১৭ বছরের সম্পর্কের অবসান হয় তাঁর। ফ্রি-ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন তিনি।
অপ্রত্যাশিত দলবদল নিয়ে সেই সময় অনেক হৈচৈ হয়েছিল। পিএসজির ভক্তরা মেসির পায়ের জাদু দেখবেন বলে আশা করেছিলেন। কিন্তু এই আর্জেন্টাইন তারকা হতাশ করেছেন।
২০২১-২২ সালের লিগে মেসি মাত্র ছয়টি গোল করেছেন। পেশাদার ফুটবলার হিসেবে দ্বিতীয় মৌসুমের পর (২০০৫-০৬) তাঁর এটি তার সবচেয়ে কম গোল। তিনি ১৪টিতে অ্যাসিস্ট করেন।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে সাতটি ম্যাচ খেলে পাঁচটি গোল করেন। আর নক-আউটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো গোল করতে পারেননি। পিএসজি শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে।
কুপ ডি ফ্রান্সে মেসি মাত্র একটি ম্যাচ খেলেন, যেখানে তিনি কোনো গোল করতে পারেননি। তিনি কোনো অ্যাসিস্টও করতে পারেননি। পেনাল্টি শুটআউটে শেষ ষোলো থেকে ছিটকে যায় তাঁর দল।
পিএসজিতে যোগ দেওয়ার আগে বার্সেলোনার হয়ে মেসি ৩৪ ম্যাচে ৩০টি লিগ গোল করেছিলেন। ১১টি অ্যাসিস্ট করেছিলেন। লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা কাপ এনে দেন। আসরে মেসি পাঁচটি গোল করেন। গোল্ডেন বুট জেতেন।