ক্যারিয়ারের ১ হাজারতম ম্যাচে মাঠে নামলেন মেসি
একের পর এক মাইলফলক ছুঁয়ে যাচ্ছেন ফুটবলের ক্ষুধে জাদুকর লিওনেল মেসি। তবে এখনও ছোঁয়া হয়নি ফুটবলের সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ শিরোপা। এবার সে লক্ষ্যেই পা রাখতে নামলেন নিজের ১ হাজারতম ম্যাচ খেলতে। কাতারে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
শনিবার দিবাগত রাত ১টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামের ঘাস আরও সবুজ হয়ে উঠেছে মেসির এক হাজারতম ম্যাচকে ঘিরে। বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি দিয়ে পূর্ণ হলো মেসির এই মাইলফলক। এ পর্যন্ত ক্লাব, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মেসি গড়েছেন এই কৃতিত্ব।
মেসি এ পর্যন্ত ক্লাব ফুটবলে খেলেছেন ৮৩১ ম্যাচ। ৭৭৮ ম্যাচ খেলেছেন বার্সেলোনার জার্সিতে এবং ৫৩ ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। বার্সেলোনার জার্সিতে ৬৭২ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। আর পিএসজির হয়ে করেছেন ২৩ গোল আর ২৯ অ্যাসিস্ট।
অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলেও আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন আগেই। আন্তর্জাতিকে ১৬৮ ম্যাচে করেছেন ৯৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।
বিশ্বকাপে ২২ ম্যাচে করেছেন ৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। আর একটি গোল করলে ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবেন মেসি।