ক্লাব ক্যারিয়ারে যত ট্রফি জিতেছেন মেসি
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, তা যে কেউ মেনে নেবেন। বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি থেকে সিনিয়র দলে যোগ দেন মাত্র ১৭ বছর, তিন মাস এবং ২২ দিন বয়সে। এস্পানিওলের বিপক্ষে ২০০৪ সালের ১৬ অক্টোবর লা লিগা ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। তাঁর প্রথম ট্রফি ছিল লা লিগার শিরোপা, বার্সেলোনার হয়ে ২০০৪-০৫ সালে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে জিতে ছিলেন। আর প্যারিসে বার্সেলোনা আর্সেনালকে পরাজিত করে ২০০৫-০৬ সালে প্রথম উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন আর্জেন্টাইন তারকা।
কিন্তু মেসি ফাইনালে খেলতে পারেননি, কারণ তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। সেবার তিনি চেলসির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন। তিনি এতটাই হতাশ হয়েছিলেন, দল শিরোপা জয়ের পরে তাঁকে সতীর্থদের সঙ্গে উদযাপন করতেও মাঠে দেখা যায়নি। পরে তিনি অনুশোচনা করেছিলেন।
গোল ডটকমের খবরে জানা গেছে, ২০০৯ সালে মেসি বার্সেলোনার সঙ্গে সেক্সটুপল জিতেছিলেন। কারণ কাতালান ক্লাবটি সে বছর সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সাফল্যও পেয়েছিল। ২০১৫ সালে তিনি আরেকটি ট্রেবল জিতেছিলেন। স্পেনে শেষ ট্রফি জিতেছিলেন ১৭ এপ্রিল, ২০২১ সালে। বালুগ্রানাস বাস্ক ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে কোপা দেল রে জিতেছিলেন। সে ম্যাচে মেসি জোড়া গোল করেছিলেন। মেসি তাঁর ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৬টি ট্রফি জিতেছেন।
ক্লাব ফুটবলে মেসির যত সাফল্য :
২০০৪-০৫ লা লিগা, বার্সেলোনা
২০০৫ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০০৫-০৬ লা লিগা, বার্সেলোনা
২০০৫-০৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বার্সেলোনা
২০০৬ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০০৮-০৯ লা লিগা, বার্সেলোনা
২০০৮-০৯ কোপা দেল রে, বার্সেলোনা
২০০৮-০৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা
২০০৯ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০০৯ উয়েফা সুপার কাপ, বার্সেলোনা
২০০০৯ ফিফা ক্লাব বিশ্বকাপ, বার্সেলোনা
২০০৯-১০ লা লিগা, বার্সেলোনা
২০১০ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০১০-১১ লা লিগা, বার্সেলোনা
২০১০-১১ উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বার্সেলোনা
২০১১ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০১১ উয়েফা সুপার কাপ, বার্সেলোনা
২০১১ ফিফা ক্লাব বিশ্বকাপ, বার্সেলোনা
২০১১-১২ কোপা দেল রে, বার্সেলোনা
২০১২-১৩ লা লিগা, বার্সেলোনা
২০১৩ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০১৪-১৫ লা লিগা, বার্সেলোনা
২০১৪-১৫ কোপা দেল রে, বার্সেলোনা
২০১৪-১৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বার্সেলোনা
২০১৫ উয়েফা সুপার কাপ, বার্সেলোনা
২০১৫ ফিফা ক্লাব বিশ্বকাপ, বার্সেলোনা
২০১৫-১৬ লা লিগা, বার্সেলোনা
২০১৫-১৬ কোপা দেল রে, বার্সেলোনা
২০১৬ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০১৬-১৭ কোপা দেল রে, বার্সেলোনা
২০১৭-১৮ লা লিগা, বার্সেলোনা
২০১৭-১৮ কোপা দেল রে, বার্সেলোনা
২০১৮ সুপার কোপা ডি এস্পানা, বার্সেলোনা
২০১৮-১৯ লা লিগা, বার্সেলোনা
২০২০-২১ কোপা দেল রে, বার্সেলোনা
২০২১-২২ লিগ ওয়ান, পিএসজি