খুলনাকে ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিল চট্টগ্রাম
নিজেদের ঘরের মাঠে আজ শুক্রবার (২০ জানুয়ারি) শেষ ম্যাচ খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রোদ ঝলমলে দিনে আগে ব্যাট করে খুলনা টাইগার্সকে ১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সাগরিকায় আজ টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে লড়াকু সংগ্রহ গড়ে চট্টগ্রাম। ৯ উইকেটে ১৫৭ রান করে তারা।
দিনের শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায়। ৬ রান করে সাইফউদ্দিনের বলে তামিমের হাতে ক্যাচ তোলেন ওপেনার ম্যাক্স’ও দাউদ। একজন দ্রুত ফিরলেও অন্য ওপেনার উসমান খান জ্বলে উঠলেন আরেকবার। ৩১ বলে ৪৫ রান করে আউট হওয়ার আগে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে গড়েন ৭০ রানের জুটি। ৭৮ রানে উসমান ফিরে গেলেও বিপর্যয় সামাল দিয়ে ততক্ষণে থিতু হয়েছে চট্টগ্রাম।
ওয়াহাব রিয়াজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৩১ বলে ৩৫ রান করেন আফিফ হোসেন। একই ওভারে আফিফের পর অভিষিক্ত তরুণ খাজা নাফেকে ফেরান ওয়াহাব। পরপর দুই উইকেট হারিয়ে চট্টগ্রাম খেই হারিয়ে ফেলে। ধীরলয়ে হলেও খেলা ধরতে চেষ্টা করেছিলেন দারবিশ রাসুলি। কিন্তু রানআউটে কাটা পড়েন ২৬ বলে ২৫ রান করে। ৯ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও খেলেন ফরহাদ রেজা।
মাঝে চট্টগ্রাম বড় সংগ্রহের সম্ভাবনা জাগালেও খুলনার বোলাররা নিয়ন্ত্রিত বোলিং তা হতে দেয়নি। ষোড়শ ওভারে ওয়াহাব রিয়াজের জোড়া আঘাত খুলনাকে খেলায় ফেরায়। ২০তম ওভারে আবার জোড়া উইকেট নিয়ে চট্টগ্রামকে অল্পতে বেঁধে রাখেন তিনি। ম্যাচে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া দুই উইকেট পান সাইফউদ্দিন, তবে খরচা করেন ৪০ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৭ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম : ২০ ওভারে ১৫৭/৯। (উসমান ৪১, দাউদ ৮, আফিফ ২৫, রাসুলি ২৫, নাফে ৫, জিয়াউর ১১, শুভাগত ১, রেজা ২১*, মেহেদি ০, নিহাদ ০, তাইজুল ০* ; সাইফউদ্দিন ৪-০-৪০-২, রিয়াজ ৪-০-৩৬-২, বাট ৪-০-২৬-১ পল ম্যাকেরেন ৪-০-২৪-০, নাসুম ২-০-১০-০, নাহিদুল ২-০-১৯-০)।