খেলোয়াড়দের ঢাল হলেন কোচ দ্রাবিড়
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ থাকা মানে কাজ করে বাড়তি উত্তেজনা। বাংলাদেশের চেয়ে সার্বিক দিকে এগিয়ে থাকলেও নিজেদের দিনে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ সেটি স্বীকারে অকপট সকলে। ব্যতিক্রম নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্বভাবতই দ্রাবিড়কে সম্মুখীন হতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে হার সম্পর্কে। দ্রাবিড় জবাব দিলেন এভাবে, "আমরা ভালো শুরু করেছি। কিন্ত, বেশ কিছু ভুল ছিল। তাছাড়া ভাগ্য সবসময় সহায় হবে না। এর আগে পাকিস্তান, নেদারল্যান্ডসের সঙ্গে আমরা যথেষ্ট দারুণ খেলে জিতেছি।"
ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। দুর্দান্ত লাইনআপ ভয়ের চোরাস্রোত বইয়ে দেয় প্রতিপক্ষ শিবিরে। চলতি আসরে যেমন ছন্দ ফিরে পেলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করছেন। তবে, খানিক দুঃশ্চিন্তা লোকেশ রাহুলকে নিয়ে। আসরে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এই ওপেনার। কোচ দ্রাবিড়ের মতে এটি আহামরি সমস্যা নয়। তিনি বলেন, "বিশ্বকাপ খুব কঠিন টুর্নামেন্ট। রাহুল প্রস্তুতি সিরিজে ভালো করেছে। আগের পরিসংখ্যান ওর পক্ষে কথা বলছে। পরের ম্যাচগুলোতে সে ফিরে পাবে নিজেকে, কাজ করছে সেই লক্ষ্যে।"
খেলোয়াড় রাহুল দ্রাবিড়কে ডাকা হতো 'দ্য ওয়াল' নামে। কোচ দ্রাবিড় ঢাল হলেন দলের বোলারদেরও। প্রশংসা করলেন মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের। মাত্রই দক্ষিণ আফ্রিকার পেসারদের কাছে ধরাশায়ী হওয়া ভারতের পেসারদের জন্য যা বাড়তি প্রেরণা যোগাবে।
যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে ভারত বরাবরই ফেভারিট। রাহুল দ্রাবিড় সেটি মানেন। অবশ্য হাসিমুখে বোঝালেন, এগোতে চান ম্যাচ ধরে ধরে। যেখানে পরবর্তী লক্ষ্য বাংলাদেশ।