ছন্দে থাকা হৃদয়ের আঙুলে ৮ সেলাই
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে চমক দেখিয়ে যাচ্ছেন তৌহিদ হৃদয়। টানা তিন ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের জয়ের নায়ক তরুণ এই ক্রিকেটার। কিন্তু ছন্দে থাকা হৃদয়কে নিয়েই এবার বড় দুঃসংবাদ সিলেট শিবিরে। চোট পেয়েছেন হৃদয়। আঙুলের চোটে হৃদয়ের হাতে পড়েছে ৮ সেলাই। আপাতত দুই সপ্তাহ হৃদয়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচে চোট পান হৃদয়। ঢাকার ইনিংসের দ্বাদশ ওভারে রেজাউর রহমান রাজার অফ স্টাম্পের বাইরের একটি শর্ট বলে কাট করেন নাসির হোসেন। বল চলে যায় পয়েন্টে। সেখানেই ছিলেন হৃদয়। ছুটে গিয়ে ক্যাচ ধরার চেষ্টায় ব্যর্থ হন তিনি। বল তাঁর আঙুলে লেগে যায় বাউন্ডারির দিকে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় হাত। মাঠ থেকে হৃদয়কে নিয়ে যাওয়া হয় ফিজিওর সঙ্গে। পরে হাসপাতালে পাঠানো হয় হৃদয়কে।
রাত ১টার পর জানানো হয় হৃদয়ের হাতে পড়েছে ৮ সেলাই। সিলেটের হয়ে শেষ তিন ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন হৃদয়। চার ম্যাচে সবমিলিয়ে ৬৫ গড়ে ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান এই তরুণ ব্যাটারের।