জন্মদিনে রোনালদোকে কোটি টাকার গাড়ি উপহার বান্ধবীর
৫ ফেব্রুয়ারি ৩৭ বছরে পা দিয়েছেন এ সময়ের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ দিনে ভক্ত-সতীর্থদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে, জন্মদিনে বড় উপহার পেয়েছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজের থেকে। ম্যানইউ তারকার ৩৭তম জন্মদিনে পৌনে দুই কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন জর্জিনা।
এবারের জন্মদিনটা ফুটবল মাঠে অম্ল-মধুর কেটেছে রোনালদোর। এফএ কাপ চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কাছে পেনাল্টি শুটআউটে (৮-৭) হেরে বসেছে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। এ হারে প্রতিযোগিতা থেকেই বিদায় নিতে হয় রেড ডেভিলদের।
ওল্ড ট্রাফোর্ডে তাই জন্মদিনটা সুখকর গেল না রোনালদোর। এ কষ্ট বান্ধবীর দেওয়া বিলাসবহুল গাড়িতে কিছুটা হয়তো ভুলতে পারবেন। গাড়িপ্রেমী রোনালদোকে জন্মদিনে জর্জিনা উপহার দিয়েছেন ‘ক্যাডিলাক এসকালাদে’।
গাড়ি উপহার দিয়ে রোনালদোকে চমকে দেওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন জর্জিনা। এরপর সেটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।
জর্জিনার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নিজের বাড়ির দরজা খুলে অপলক দৃষ্টিতে গাড়িটি দেখছেন রোনালদো। এরপর বান্ধবী জর্জিনাকে চুমু এঁকে দিলেন। এরপর পর দেখা যায় রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা-মার্তিনা গাড়ির ভেতর বসে গান শুনছে। রোনালদো নিজেও গাড়িটি বসে দেখছেন।
সংবাদমাধ্যম দ্য সান বলছে, ক্যাডিলাক ব্র্যান্ডের এ মডেলের গাড়ির দাম প্রায় দেড় লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গাড়িটি আকারে বেশ বড়। প্রায় ছয় মিটার লম্বা এ গাড়ির দৈর্ঘ্য। আট আসনের গাড়িটির ইঞ্জিন রয়েছে ৪২০ অশ্বশক্তি পর্যন্ত।