জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপের ২২তম আসর
এক-দু বছর নয়! এই দিনটির জন্য দীর্ঘ ৪ বছর অপেক্ষায় থাকেন ফুটবল ভক্তরা। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হলো আরও একবার। মরুর বুকে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের।
কাতারের খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে বেজে উঠল বিশ্বকাপ শুরুর বাঁশি। মাঠটিতে আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টার পর ৬০ হাজার দর্শকের সামনে শুরু হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
মরুর বুকে এই অনুষ্ঠান চলবে ৪৫ মিনিট ধরে। এর পর আসবে মূল লড়াই শুরুর মাহেন্দ্রক্ষণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ১০টায় এবারের আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার।
উদ্বোধনী অনুষ্ঠানে এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন ডমিনিক লিল ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাতে প্রস্তুত মানাল, রেহমার ও নোরা ফাতেহি। কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুকের সংগীত পরিবেশনাও আছে।
তবে, পূর্ব ঘোষণা অনুযায়ী, জনপ্রিয় মুখ শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপা নেই উদ্বোধনী অনুষ্ঠানে।
দেশটির লুসাইলে অবস্থিত ৮০ হাজার ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়ামটিতে হবে এবারের আসরের সবচেয়ে বড়। আগামী ১৮ ডিসেম্বর এখানে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি স্টেডিয়াম জুড়ে চলবে বিশ্বকাপের আয়োজন। যাতে অংশ নেবে ৩২ দল, খেলবে ৬৪টি ম্যাচ।