জিম্বাবুয়েকে বিদায় করে ডাচদের প্রথম জয়
সবাইকে চমকে দিয়ে সুপার টুয়েলভে উঠলেও এই পর্বে গত তিন ম্যাচে একটিতেও জয়ের দেখা পায়নি নেদারল্যান্ডস। এবার সেই আক্ষেপ শেষ হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ডাচরা।
আজ বুধবার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলেছে ডাচরা। অন্যদিকে জিম্বাবুয়ে এই নিয়ে টানা দ্বিতীয় হারের মুখ দেখল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে রাখতে আজ জিম্বাবুয়ের সামনে জয়ের বিকল্প ছিল না। কিন্তু সেই লক্ষ্যে ব্যর্থ রাজারা। এই হারের বিশ্বকাপের সেমির যেটুকু আশা ছিল সেটা প্রায় শেষ হয়ে গেল।
এদিন আগে ব্যাট করে মাত্র ১১৭ রান তুলতে পারে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে যা অনায়সে পার করে ফেলে নেদারল্যান্ডস।
আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরেকে (১) হারায়। এরপর হারায় ক্রেইগ আরভিন ও রেগিস চাকাভা। ব্র্যান্ডন গ্লোভার টানা দুই ওভারে দুজনকে ফেরান। পাওয়ার প্লেতে মাত্র ২০ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলাতে পারেনি জিম্বাবুয়ে।
শেষ দিকে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা কিছুটা লড়াইয়ের আশা দেখান। কিন্তু তাদের ৪৮ রানের জুটি ভাঙতে আবারও সেই অসহায়ত্ব। ফলে ডাচদের বোলিং উৎসবে ভেঙে পড়ে জিম্বাবুয়ে।
২৮ রান করে উইলিয়ামস আউট হন। ২৪ বলে ৩ চার ও ৩ ছয়ে ৪০ রান করেন রাজা। জিম্বাবুয়ের ইনিংসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই দুজন বাদে আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
বল হাতে পল ফন মিকেরেন ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে পান গ্লোভার, লোগান ফন বিক ও ডি লিড।