জিম্বাবুয়ের কোচিং প্যানেলে ল্যান্স ক্লুজনার
জিম্বাবুয়ের কোচিং স্ট্যাফ প্যানেলে আবারো যুক্ত হলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। এবার ফিরলেন আগের দায়িত্বেই। ব্যাটিং কোচ হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটে।
ব্যাটিং কোচের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পূর্ণকালীন অধিনায়কও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এতদিন ধরে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করা ক্রেইগ আরভিনই পাকাপাকিভাবে নেতৃত্বের ভার দিল জিম্বাবুয়ে ক্রিকেট।
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে গেল সিরিজগুলোতে সীমিত ওভারে জিম্বাবুয়েকে নেতৃত্বে দিয়েছিলেন আরভিন।
টেস্ট দলের নেতৃত্বে রেখে দেওয়া হয়েছে শন উইলিয়ামসকে। এ ছাড়া তিন ফরম্যাটেই সহঅধিনায়ক রেগিস চাকাভা।
জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত কাজ করেছিলেন ল্যান্স ক্লুজনার। ২০১৯ সালে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। গত বছরের নভেম্বরে ছেড়ে দেন সেই পদ। এরপর বাংলাদেশের টুর্নামেন্ট বিপিএলে খুলনা টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তাঁকে দেখা যাবে জিম্বাবুয়ের দলের সঙ্গে। প্রধান কোচ হিসেবে ভারতের লালচাঁদ রাজপুতেই ভরসা রাখছে জিম্বাবুয়ে ক্রিকেট।