জ্বলে উঠলেন মিঠুন, তারপরও সিলেটের মাঝারি স্কোর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি সিলেট সানরাইজার্স। প্রথমে ব্যাট করে তারা ১৪২ রান করে।
দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় সিলেট। সে ধারাবাহিকতায় অন্যরাও খুব একটা সুবিধা করতে পারেননি। মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দুটি ইনিংস খেলে দলের মান বাঁচান। চতুর্থ উইকেটে দুজনে ৬৮ রানের জুটি গড়েন। সৈকত ৩০ বলে করেন ৩৪ রান। আর মিঠুন ৫১ বলে ৭২ রান করেন।
খুলনার পক্ষে দুই উইকেট নেন খালেদ আহমেদ। মাত্র ১০ রান দিয়ে নাবিল সামাদ শিকার করেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সানরাইজার্স : ১৪২/৫ (২০ ওভার), (মিঠুন ৭২, সৈকত ৩৪, খালেদ ২০/২, নাবিল ১০/১)।