টস জিতে আইরিশদের বিপক্ষে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের আজ বুধবারের ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।
ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনাই বেশি। বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি নির্ধারিত সময়। এই আবহাওয়াকে কাজে লাগাতেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকক্যার্থি, জশ লিটল।
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।