টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়েছে মুমিনুল-মুফিকরা। আজ শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে লাল-সবুজের দল।
এই ম্যাচে নেই তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তিনি চোটে আক্রান্ত। দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে না পেলেও সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বাংলাদেশ অধিনায়ক।
গতকাল বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৬ ম্যাচ জিতেছি আমরা, তবে আমাদের লড়াই করতে হয়েছে। এমন না যে গেলাম আর জিতলাম। এমনও পরিস্থিতি ছিল, লড়াই করে সেসব জায়গা থেকে বের হয়ে আসতে হয়েছে। এটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এখানে ভিন্ন চ্যালেঞ্জ। এর আগে ১৬ ম্যাচ ছিল দেশের মাটিতে।’
সতর্ক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়েতে বোলাররা সকালে শুরুতে সুবিধা পাবে, বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে প্রথম এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’
অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক দেশে ফিরে এসেছেন। তাঁকে মিস করবেন তামিম, ‘মুশফিক এমন একজন ক্রিকেটার, তাঁকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। দারুণ ফর্মেও ছিল সে। যারা ওর জায়গায় খেলবে, আশা করছি তারা সুযোগ কাজে লাগাবে। তবে মুশফিককে তো মিস করবই।’
সাকিব সম্পর্কে তামিম বলেন, ‘আমি সবসময় আশাবাদী। সাকিব যে পর্যায়ের ক্রিকেটার, যে কোনো ম্যাচে, যে কোনো পর্যায়ে ঘুরে দাঁড়াতে পারবে সে। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে। তার ওপর বিশ্বাস রেখতে হবে আমাদের।’
চোটের কারণে অনিশ্চিত মুস্তাপিজ সম্পর্কে তামিম বলে, ‘মুস্তাফিজের চোট খুব ছোট কিছু নয়। তাঁকে ফিজিও দেখছেন। কাল ওর অংশগ্রহণ আমি বলব ফিফটি-ফিফটি। আজ আরও ভালোভাবে বুঝতে পারব কী অবস্থা। তবে এই মুহূর্তে ফিফটি-ফিফটি বলা যায়।’
আর নিজের খেলা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ইনজুরি এমন পর্যায়ে আছে, ঠিক হতে সময় লাগবে। পাঁচ-ছয়দিন বিশ্রাম নিলেই ঠিক হবে না। এখন ম্যানেজ করে খেলার চেষ্টা করছি। কাল আমি যতক্ষণ ব্যাটিং করেছি টেপিং করে।’