টানা তৃতীয়বার ম্যাচসেরা, সাকিব চান ছন্দ ধরে রাখতে
টুর্নামেন্টের শুরুতে কিছুটা ভুগলেও সময় গড়াতে বেশ গুছিয়ে নিয়েছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। মাঝপথে এসে পুরোদমে ছন্দে ফিরেছেন অধিনায়ক সাকিবও। ব্যাটে-বলে সমানতালে ভূমিকা রাখছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত তিন ম্যাচে দলকে জয় উপহার দেওয়া সাকিব নিজেও হয়েছেন টানা তিনবার ম্যাচসেরা।
জয়ের ছন্দে উড়তে থাকা দলের ধারাবাহিকতা ধরে রাখতে চান সাকিব। আজ সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে যেই রান করেছেন আপাতত এমন দলীয় স্কোর দিয়েই ছন্দ ধরে রাখতে চান বরিশালের অধিনায়ক।
সিলেট পর্বের প্রথম ম্যাচে আজ সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। ব্যাট হাতে হাফসেঞ্চুরি করা সাকিব বল হাতে ২০ রানে দুই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এই নিয়ে টানা তিন ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন বরিশাল অধিনায়ক।
চট্টগ্রামে খুলনার বিপক্ষে ৪১ রান ও ২ উইকেট নিয়ে এবারের আসর প্রথমবার ম্যাচসেরা হন সাকিব। এর পরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে ৫০ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে হন দ্বিতীয়বার ম্যাচসেরা। এবার সিলেট পর্বের প্রথম ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন বরিশালের অধিনায়ক।
দলকে জিতিতে সাকিব বলেন, ‘আমরা প্রতিপক্ষকে আটকে রাখতে পারছি। বোলাররা যেভাবে বোলিং করছে তাদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা বড় পুঁজি থেকে খুব একটা দূরে নই। আমাদের ২-৩টি বাউন্ডারি লাগবে যা দিয়ে আমরা ১৬৫-১৭০ রান পেতে পারি। এটা আমাদের বোলারদের ডিফেন্ড করার জন্য ভালো স্কোর হতে পারে।’
বরিশালের অধিনায়ক আরো বলেন, ‘সামনের ম্যাচেই নিশ্চিত করতে হবে যেন আমরা এই রানটা করতে পারি। আমাদের আরো ২০-২৫ রান করার প্রয়োজন নেই। শেষ দিকে ২-৩টি বল যদি আমরা বাউন্ডারিতে রূপ দিতে পারি তাহলেই হবে। আমাদের পক্ষে এই সংগ্রহ স্কোরবোর্ডে জমা করা সম্ভব। সেই সামর্থ্য আছে। আশা করছি সামনেই আমরা করে দেখাব।’
পয়েন্ট টেবিলে সমান ৯ পয়েন্ট নিয়ে আজ লড়াইয়ে নেমেছিল কুমিল্লা ও বরিশাল। তবে আজ কুমিল্লাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে সবাইকে ছাড়িয়ে গেল সাকিবের বরিশাল। সবচেয়ে বেশি ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বরিশাল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।