টিকে থাকার লড়াইয়ে রাতে পোল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা
বিশ্বকাপে একটি শিরোপার জন্য বছরের পর বছর অপেক্ষা করে যাচ্ছে আর্জেন্টিনা। যদিও ট্রফিহীনতায় ভাটা পড়েনি আর্জেন্টিনাকে নিয়ে উত্তেজনার পারদ। উন্মাদনার কমতি নেই সমর্থকদের। কোচ লিওনেল স্কালোনির ছোঁয়ায় দুটি শিরোপা জয়ের পর বিশ্বকাপ স্বপ্ন জেঁকে বসেছে আর্জেন্টাইনদের হৃদয়ে। লিওনেল মেসির হাতে একটি শিরোপা দেখতে বুভুক্ষু হয়ে আছে সবাই। আর্জেন্টিনার বর্তমান দলটিও দিচ্ছে আস্থার প্রতিদান।
কিন্তু বিশ্বকাপ মানে সবাই সমান এখানে। যে কোনো সময় ঘটতে পারে অঘটন। আর্জেন্টিনার যেমন বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে সৌদির কাছে হেরে। পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে আসরে এখনও টিকে আছে মেসিরা। টিকে থাকার লড়াইয়ে শেষ ম্যাচে আজ দিবাগত রাতে আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে।
‘সি’ গ্রুপে দুই ম্যাচে এক জয়, এক ড্রতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট তিন। জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। এমন সমীকরণে ভরসার জায়গা একটাই, লিওনেল মেসি।
প্রথম দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। আছেন দুর্দান্ত ফর্মে। মেসি ফর্মে থাকা মানে দল নির্ভার, বিপক্ষের মাথাব্যথা বেড়ে যাওয়া। মেসিকে নিয়ে যেমন সংবাদ সম্মেলনে পোল্যান্ড কোচ বললেন, 'মেসিকে আটকাতে কয়েকজন ফুটবলার লাগবে। এরপরও কাজটা সহজ হবে না।'
বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-পোল্যান্ড। ১৯৭৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারায় পোলিশরা, ১৯৭৮ এ আলবিসেলেস্তেরা প্রতিশোধ নেয় পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে। অবশ্য ইতিহাস কোনো প্রভাব ফেলবে না আজকের ম্যাচে। শুরু করতে হবে শূন্য থেকেই। এই লড়াইয়ে যে জিতবে সেই যাবে নকআউট পর্বে।