টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বললে ভুল বলা হবে না তাঁকে। বলা হচ্ছে ইংলিশ ক্রিকেটার মঈন আলীর কথা। তারকা এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।
ইএসপিএনক্রিকইফোর খবরে বলা হয়েছে, মঈন টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়টি এরই মধ্যে ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড ও টেস্ট অধিনায়ক জো রুটকে জানিয়ে দিয়েছেন।
মঈন আলী এখন আইপিএলে খেলছেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেলে খেলবেন তিনি।
পরিসংখ্যানের দিক থেকে তাঁর ক্যারিয়ার খুবই ঈর্ষণীয়। কম ম্যাচ খেলে দুই হাজার টেস্ট রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। ৬৪ টেস্ট খেলে তিন হাজার রান থেকে ৮৬ ও ২০০ উইকেট থেকে আর মাত্র পাঁচ উইকেট দূরে রয়েছেন তিনি। এমন রেকর্ডের সামনে দাঁড়িয়ে অবসরের ঘোষণা দিয়ে চমকে দেন তিনি।
অবসর প্রসঙ্গে মঈন বলেন, ‘বিশ্বসেরাদের বিপক্ষে লড়াই আমি মিস করব। বোলিংয়ের দিক থেকে, নিজের সেরা বলে যে কাউকে আউট করতে পারব, এই অনুভূতিটাকে মিস করব। তবে আমার বয়স এখন ৩৪, যতদিন সম্ভব খেলে যেতে চাই ও নিজের ক্রিকেট স্রেফ উপভোগ করতে চাই।’