টেস্ট খেলতে নেমে কেন এত অধৈর্য, প্রশ্ন সুজনের
মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই ঢাকা টেস্টে বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। তাদের চারজন ব্যাটার খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। ভিন্ন চিত্র বাংলাদেশ শিবিরে। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিক ব্যাটাররা হতাশ করেছেন।
আসা-যাওয়ার মিছিলে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সবার মধ্যে ছিল তাড়াহুড়ো। সারা বছর ঘরের মাঠে স্পিনে খেলা বাংলাদেশ ব্যাটাররা নাকাল ছিলেন পাকিস্তানের স্পিনে। স্বাগতিকদের ছয় উইকেটই নিয়েছেন অফ স্পিনার সাজিদ। দিন শেষে স্কোরবোর্ডে মাত্র ৭৬ রান তুলেছে মুমিনুল হকের দল। দ্রুত উইকেট হারিয়ে পড়ে গেছে ফলোঅনের শঙ্কায়।
এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘এমন ব্যাটিং কেন হলো আমি বলতে পারব না। তবে অবশ্যই অধৈর্য ছিল। কেন এত অধৈর্য ছিল সবাই তা ভাবা দরকার। ওদের ব্যাটিং থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু কিছুই হয়নি। টেস্টে ধৈর্য ধরে খেলতে হবে।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘পাকিস্তানের পেস হয়ত আমরা নিয়মিত খেলি না, কিন্তু এরকম স্পিন আমরা নিয়মিত খেলে থাকি। তবুও এই অবস্থা! ওদের বোলিং খুব ভালো।’