ট্রেন্ট ব্রিজ টেস্ট জয়ের পর ইংল্যান্ডের শাস্তি
স্লো ওভার-রেটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজ টেস্টে জয়ের পর ইংল্যান্ডের দুই পয়েন্ট কাটা হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই সিদ্ধান্ত দিয়েছেন।
ইংল্যান্ড নির্ধারিত সময়ের মধ্য থেকে দুই ওভার কম করায় এই পয়েন্ট কাটা হয়। ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর ইংল্যান্ড ৪২ পয়েন্ট পায়। কিন্তু এখন দুই পয়েন্ট কাটায় ৪০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে রয়েছে।
তাছাড়া স্লো ওভার-রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশও জরিমানা করা হয়।
আইসিসির ১৬.১১.২ এর ধারা অনুযায়ী একটি দলকে প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট জরিমানা করা হয়। তাই ইংল্যান্ডকে তাদের মোট পয়েন্ট থেকে দুই পেয়েন্ট কেটে নেওয়া হয়।
আইসিসি কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুসারে, স্লো ওভার রেটের জন্য ইংল্যান্ডের খেলোয়াড়দেরও তাদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। খেলোয়াড়দের ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।