ডিআরএস ইস্যুতে ফের নাটক!
বিতর্ক পিছু ছাড়ছে না বিপিএলের। টুর্নামেন্টের শুরু থেকেই এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে বিতর্ক চলছিল। নবম আসর মাঠে গড়ানোর দ্বিতীয় দিনে মঞ্চস্থ হলো ফের নতুন নাটক। মিরপুরের দর্শকরা দেখলো সৌম্য সরকারের অতি আত্মবিশ্বাসী এক সিদ্ধান্ত। খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ৫ রানে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য।
নাসুমের বলে সুইপ করতে গিয়ে আউট হন সৌম্য। কিন্তু সৌম্য আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি। বিপিএলে এবার ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম নেই। তবে এডিআরএস বা এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম আছে। এর মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তে মতবিরোধ থাকলে খেলোয়াড় এডিআরএসের দ্বারস্থ হতে পারে।
সৌম্যও তাই করেছেন। সৌম্যের আবেদনের প্রেক্ষিতে টিভি আম্পায়ার রিভিউ করে তাকে আউটই দেন। তবে তা মানতে নারাজ এই ব্যাটার। তার মতে, বল গ্লাভসে লেগেছে। প্রবল আপত্তির মুখে আবারও রিভিউ করে সিদ্ধান্ত বদলে নটআউট দেন আম্পায়ার। এবার বেঁকে বসেন খুলনার ফিল্ডাররা।
অধিনায়ক ইয়াসির রাব্বি ও ওপেনার তামিম ইকবাল মাঠের আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। যেন ঘটনার আকস্মিকতায় তারা বিমূঢ়। যদিও শেষপর্যন্ত সৌম্য নটআউটই থাকেন সেই দফা। সুযোগ পেয়ে অবশ্য কাজে লাগাতে পারেননি ঢাকার এই ব্যাটার। ১৩ বলে ১৬ রান করে আউট হন।
ম্যাচের এই আউটটি নিয়ে নাটকীয়তা থাকলেও ঢাকা ডমিনেটর্স জিতেছে হেসেখেলে। খুলনার ১১৩ রানের জবাবে ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় নাসির হোসেনের দল।